Thursday, July 31
Shadow

অসচ্ছল রোগীদের সেবা  দিয়ে যাবে জেডআরএফ-  আমিরুল কাগজী

পাইকগাছা : পাইকগাছায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআর এফ) উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প অব্যাহত রয়েছে। মঙ্গলবার দিনব্যাপী  উপজেলার হরিঢালি ইউনিয়নের অস্বচ্ছল রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। ফাউন্ডেশনের পরিচালক আমিরুল ইসলাম কাগজীর সার্বিক সহযোগিতায় এবং খুলনা মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিচালনায় পাঁচ শতাধিক রোগীদের এ সেবা প্রদান করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে আমিরুল ইসলাম কাগজী বলেন, পাইকগাছা ও কয়রা উপজেলার অসচ্ছল রোগীদের পাশে থেকে উন্নত মানের চিকিৎসা সেবা প্রদান অব্যাহত রাখবে জেডআরএফ। তিনি বলেন, উন্নত কর্মঠ জনগোষ্ঠী চাইলে অবশ্যই সবার জন্য সঠিক চিকিৎসা নিশ্চিত করতে হবে। মেডিকেল ক্যাম্প সুষ্ঠু ভাবে আয়োজনে সহায়তা করেন হরিঢালি কপিলমুনি মহিলা কলেজের অধ্যক্ষ মেজবাহ উদ্দিন, স্থানীয় বিএনপি নেতা শেখ জাকির হোসেন, দেব ভদ্র, নাজমুল হোসেন, শেখ আলতাব হোসেন, শেখ সাদেকুজ্জামান, বিল্লাল হোসেন, মীর আহছাবুর রহমান, শেখ ইকরাম হোসেন, হারুন সরদার, আবু সাঈদ, ইকরাম, মিনারুল, ছাত্র নেতা রাশেদুজ্জামান, নাফিস, যুবনেতা নাফিস ইসলাম কাগজী, আবু রায়হান তৌকির, বদরুল আলম, মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে শুভেচ্ছা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *