
মোয়াজ্জেম হোসেন হিলারী, বকশীগঞ্জ : জামালপুরের বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভবনের ষষ্ঠ তলা থেকে লাফিয়ে পড়া সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সাথী আক্তার আলো (১২) মৃত্যুবরণ করেছে।
২৯ জুলাই (মঙ্গলবার) ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিক্ষার্থীর নিকট আত্মীয় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তথ্য সূত্রে জানা যায়, পৌর শহরের গোয়ালগাঁও জেলখানা রোডের বাসিন্দা বাবু মিয়ার কন্যা এবং বকশীগঞ্জ উলফাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সাথী আক্তার আলো গত ২১ জুলাই (সোমবার) দুপুরে দিকে একই বিদ্যালয় ভবনের ষষ্ঠ তলা থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টাকরে। তার সহপাঠিরা জানান ভবন থেকে লাফ দেওয়ার আগে অনেকক্ষন সে ভবনের রেলিং ধরে দাঁড়িয়ে ছিল। এক শিক্ষার্থী তাকে ডাকার জন্য তার দিকে এগিয়ে আসলে সে ষষ্ঠতলা ভবন থেকে লাফ দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) এ ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে আইসিইউতে রাখা হয় এবং সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তার অকাল মৃত্যুতে তার শিক্ষা প্রতিষ্ঠানে শোকের ছায়া নেমে এসেছে। তার শিক্ষক, সহপাঠী এবং এলাকাবাসী খুবই মর্মাহত হয়েছেন।
এ ঘটনায় আহত শিক্ষার্থী সাথী আক্তারের পিতা বাবু মিয়া স্কুলের শিক্ষকদের অভিযুক্ত করেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক বিপ্লব কুমার বলেন, প্রাথমিকভাবে ঘটনার একটা প্রতিবেদন আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। উর্দ্ধতন কর্তৃপক্ষ তদন্তের মাধ্যমে এ বিষয়ে সিদ্ধার্থ নিবে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহাম্মেদ বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।