
হানিফ সরকার শান্ত, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ
শূন্য দিয়ে জীবন শুরু,
শূন্য দিয়ে জীবন শেষ।
শূন্য দিয়ে জীবনের ভয়,
শূন্য দিয়ে জীবনের ক্ষয়।
শূন্য দিয়ে জীবনের জয়,
শূন্য দিয়ে জীবনের পরাজয়।
শূন্য দিয়ে জীবন সেরা,
শূন্য দিয়ে জীবন ঘেরা।
শূন্য দিয়ে জীবনের হাসি,
শূন্য দিয়ে জীবনের বাঁশি।
‘শূন্য’-এর গল্প দিয়ে,
পূর্ণতার গল্পে আসি।
শূন্য অলক্ষ্যতার শব্দ,
শূন্যকে ভালোবাসি।