Sunday, July 27
Shadow

হেনরি ক্যাভিল আবার ফিরছেন ‘সুপারম্যান’ –এ:বাদ দেওয়া নিয়ে জেমস গান বললেন: “ওটা আসলে একদমই অন্যায় ছিল…”

‘সুপারম্যান’ সিনেমার সাফল্যের পর পরিচালক জেমস গান জানিয়েছেন, কীভাবে তিনি হেনরি ক্যাভিলকে ‘সুপারম্যান’ ফ্র্যাঞ্চাইজি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন এবং পরবর্তীতে নতুন DC স্টুডিও প্রজেক্টে ডেভিড করেনসওয়েটকে সুপারম্যান হিসেবে নির্বাচন করেন।

সম্প্রতি “হ্যাপি স্যাড কনফিউজড” পডকাস্টে অংশ নিয়ে (যা ভ্যারাইটি উদ্ধৃত করেছে), ‘সুপারম্যান’ পরিচালক বলেন, DC স্টুডিওর দায়িত্ব নেওয়ার জন্য তার চুক্তি চূড়ান্ত হওয়ার সময় ঘোষণা আসে যে হেনরি ক্যাভিল আবারও সুপারম্যান চরিত্রে ফিরছেন। তবে গান বলেন, ইতোমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে তিনি নতুন একজন অভিনেতাকে নিয়ে নতুন ‘সুপারম্যান’ তৈরি করবেন, যা ক্যাভিলের জন্য একেবারেই “অন্যায়” হয়ে দাঁড়ায়।

ভ্যারাইটির উদ্ধৃতি অনুযায়ী, গান বলেন,
“যেদিন আমাদের DC-চুক্তি সম্পন্ন হলো, সেদিন হঠাৎ ঘোষণা দেওয়া হলো যে হেনরি ফিরছে। তখন আমি ভাবলাম, ‘এটা কী হচ্ছে?’ আমরা তো জানি পরিকল্পনা কী। পরিকল্পনা ছিল আমরা ‘সুপারম্যান’ নিয়ে আসব। কাজেই এটি ওর (হেনরির) জন্য খুবই অন্যায় ছিল, এবং পুরো ব্যাপারটি দুঃখজনক।”

গান আরও বলেন, এই বিভ্রান্তির পেছনে কারণ ছিল স্টুডিওর একটি অংশ যারা তাদের নিজস্ব DC ভিশন জোর করে চাপিয়ে দিতে চাইছিল, যা মূল পরিকল্পনার অংশ ছিল না।
এই ভুল বোঝাবুঝি দূর করতে গান সিদ্ধান্ত নেন হেনরি ক্যাভিলের সঙ্গে সরাসরি কথা বলার।

ভ্যারাইটির উদ্ধৃতি অনুযায়ী, গান বলেন,
“তা খুবই দুর্ভাগ্যজনক ছিল। পিটার আর আমি মনে করেছিলাম সবচেয়ে ভালো হবে ওর (হেনরির) সঙ্গে বসে কথা বলা। আমরা বসেছিলাম, কথা বলেছিলাম। সে একজন সম্পূর্ণ ভদ্রলোক, দারুণ একজন মানুষ। সে বলেছিল, ‘আমি শুধু চাই যেন আমি নিজেই এটা জানাতে পারি, তোমাদের পক্ষ থেকে নয়।’”

গান আরও ইঙ্গিত দেন যে ভবিষ্যতে হেনরি ক্যাভিলকে DCU-র অন্য কোনো ছবিতে দেখা যেতে পারে।

হেনরি ক্যাভিল ২০১৩ থেকে ২০১৭ পর্যন্ত তিনটি DC সিনেমায় সুপারম্যান হিসেবে অভিনয় করেছেন। অন্যদিকে, ডেভিড করেনসওয়েট জেমস গানের পরিচালনায় তৈরি DCU-র প্রথম সিনেমা সুপারম্যান’-এ নতুন সুপারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ছবিটি ১১ জুলাই মুক্তি পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *