Monday, July 28
Shadow

গৌরীপুরে খাদ্য গুদাম নির্মাণে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহার: তদারকির অভাবে ক্ষোভ

মোঃ হুমায়ুন কবির, গৌরীপুর ময়মনসিংহ : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সরকারি খাদ্য গুদাম নির্মাণে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। এমন সংবাদের ভিত্তিতে শনি্ার ২৬ জুলাই দুপুরে সরেজমিন পরিদর্শনে যান গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন ও সাধারণ সম্পাদক শেখ বিপ্লব।

পরিদর্শনকালে তারা গুদাম নির্মাণস্থলে গিয়ে দেখতে পান, নির্মাণকাজে ব্যবহৃত হচ্ছে নিম্নমানের ইট, বালু ও সিমেন্টসহ অন্যান্য সামগ্রী। বিস্ময়করভাবে পুরো প্রকল্প এলাকায় কোনো প্রকৌশলী বা দায়িত্বপ্রাপ্ত তদারকি কর্মকর্তাকে উপস্থিত পাওয়া যায়নি।

লেবারদের জিজ্ঞাসা করা হলে তারা প্রকল্প সংক্রান্ত সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে ব্যর্থ হন। এমন অবস্থায় সাংবাদিক নেতৃবৃন্দ সংশ্লিষ্টদের যথাযথ কাগজপত্র—যেমন ওয়ার্ক অর্ডার, এস্টিমেট ও অনুমোদিত নকশা—প্রদর্শন করে কাজ চালানোর নির্দেশনা দেন।

এ সময় তারা আরও বলেন, “জনস্বার্থসংশ্লিষ্ট একটি প্রকল্পে এ ধরনের অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর পেছনে কারা জড়িত, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।”

স্থানীয়দের দাবি, খাদ্য গুদাম নির্মাণে সরকারের অর্থের অপচয় রোধে এবং ভবিষ্যতে ভবনের স্থায়িত্ব নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

এ বিষয়ে গৌরীপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *