
মাসুদুর রহমান, দিনাজপুর : মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি অবমাননা ও অশালীন মন্তব্যের প্রতিবাদে
দিনাজপুরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৬ জুলাই) সকাল ১১টায় দিনাজপুর জিলা স্কুল অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, দিনাজপুর জেলা শাখার আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মোকসেদ আলী মঙ্গোলিয়া।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন, জেলা বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, বোচাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এবং সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবু বক্কর সিদ্দিকসহ দলীয় নেতাকর্মীরা।
প্রতিবাদ সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত মুক্তিযোদ্ধা, বিএনপি নেতা-কর্মী ও মুক্তিযুদ্ধের প্রজন্মের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, “সম্প্রতি কিছু রাজনৈতিক মহল—বিশেষ করে জামায়াত ইসলাম ও জাতীয় নাগরিক পার্টির সাথে সংশ্লিষ্ট একশ্রেণির ব্যক্তি শহীদ জিয়াউর রহমান এবং তারেক রহমানের ছবি ও ব্যক্তি সত্ত্বাকে কুরুচিপূর্ণ ও অশালীনভাবে উপস্থাপন করছে। এর বিরুদ্ধে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনসমূহ তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং দেশের মানুষের কাছে এর ন্যায়বিচার দাবি করছে।”
বক্তারা আরও বলেন, “এ ধরনের অপচেষ্টা দেশের গণতান্ত্রিক পরিবেশকে বিনষ্ট করার ষড়যন্ত্র। শহীদ জিয়াউর রহমান ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা। তার প্রতি এমন অবমাননাকর আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
প্রতিবাদ সমাবেশ থেকে দ্রুত এসব অপমানজনক বক্তব্য ও কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়।