Sunday, July 27
Shadow

ভবিষ্যতের ছায়া

– ইকবাল খান

ভবিষ্যতের ডাকে বুক ধড়ে আশার আলো,

তবু মাথায় ঝুলে থাকে দুঃস্বপ্নের ছায়া।

ভয়ের ভিতরে এক অচেনা ইচ্ছা,

চোখ রাখলেই সামনে ধোঁয়াটে পথ।

নির্ভরতার শূন্যতায় কাঁপে চারদিক,

অন্তরে বাজে নিরুদ্দেশের সুর।

কারো হাত নেই—শুধু প্রশ্ন,

শব্দহীন এক অপেক্ষা ভরে রাখে আকাশ।

হৃদয় খোঁজে এক মুক্তির বাগান,

যেখানে আলো ঝরে ক্লান্ত জীবনে।

তবু বিশ্বাসে বাঁচি, নতুন ভোরের আশায়—

ভবিষ্যতের ছায়া টেনে আনে সাহস।

কবি পরিচিতি: ইকবাল খান, ইংরেজি বিষয়ের প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *