Sunday, July 27
Shadow

মাকে নিয়ে ছড়া

হানিফ সরকার শান্ত, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ 

মা মানে মায়া,

মা মানে আদর স্নেহের ছায়া।

মা মানে মায়ার বাঁধন,

মা মানে আদরের চাদর।

মা মানে শাসন,

মা মানে স্বর্গের আসন।

মা মানে হাজার দুখের মাঝেও

সুখের আবরণ।

মা মানে সুখ,

মা মানে দূর হয় সব দুখ।

মা মানে ঘুমপাড়ানি গান।

মা মানে ভোরের পাখি সকাল হলেই ডাকাডাকি।

মা মানে আঁধার রাতের আলো

মা মানে দুখের মাঝে ভরসার মিষ্টি হাসি।

মাকে বড্ড বেশি ভালোবাসি, 

নিজের থেকে বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *