
মোয়াজ্জেম হোসেন হিলারী, বকশীগঞ্জ : জামালপুরের বকশীগঞ্জে দৈনিক ভোরের চেতনার সাংবাদিক মনিরুজ্জামান লিমনের নামে মামলা করেছে জামালপুর জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট ইসমাইল হোসেন সিরাজী।
২১ জুলাই (সোমবার) আইনজীবী সমিতির সদস্য এডভোকেট ইসমাইল হোসেন সিরাজী বাদী হয়ে বিজ্ঞ জজ আদালত জামালপুর লিমন মিয়া সহ তিনজনকে আসামি করে সি.আর মোঃ নং ৪২৬(১) ২০২৫ নং মামলা দায়ের করেন।
মামলার এজহারে উল্লেখ করা হয়েছে
সাংবাদিক লিমন মিয়া গং আইনজীবী ইসমাইল হোসেন সিরাজী পরস্পর প্রতিবেশী। বিগত ১৯/০৭/২০২৫ ইং তারিখ রোজ শনিবার দুপুর ১.০০ ঘটিকার সময় বাদীর স্বত্ব দখলীয় জমি বে-দখলের উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে বাদীকে চারপাশ থেকে ঘিরে ফেলে এবং ৩ লক্ষ টাকা চাঁদা দাবি করে এ সময় বাদীকে শ্বাসরোধ করে হত্যার উদ্দেশ্যে বাদীর গলায় গামছা পেচাইয়া ধরে এবং রড দিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করে জখম করে।
একজন সংবাদকর্মীর উপর মামলার বিষয় নিয়ে বকশীগঞ্জের সাংবাদিকরা ব্যাপক উদ্বেগ প্রকাশ করেছেন। ২৩ তারিখ সকাল থেকে বকশীগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাংবাদিকের নামে মামলার বিষয়ে উদ্বেগ জানানো হয়। বকশীগঞ্জে কর্মরত সাংবাদিকরা অবিলম্বে মামলাটি প্রত্যাহারের ও দাবী জানান।
মামলা প্রসঙ্গে মনিরুজ্জামান লিমন বলেন ইসমাইল হোসেন সিরাজীর সঙ্গে জমি সংক্রান্ত বিষয়ে আমাদের কথা কাটাকাটি হয়েছে মাত্র। সে যে মামলা করবে এটা আমার কল্পনাতীত।
বকশীগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন হিলারী বলেন জায়গা সম্পত্তির বিষয়কে কেন্দ্র করে সাংবাদিককে তার প্রতিবেশী আইনজীবী কতৃক মামলার আসামি করা হয়েছে। মামলাটি যদি মিথ্যা ও ভিত্তিহীন হয় অবিলম্বে তা প্রত্যাহারের দাবী জানাচ্ছি।
বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ লায়ন বলেন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি।
মামলার বাদী অ্যাডভোকেট ইসমাইল হোসেন সিরাজী বলেন জেলা আইনজীবী সমিতির সিদ্ধান্ত মোতাবেক মামলা হয়েছে আইনজীবী সমিতির সিদ্ধান্তের বাইরে আমি কিছু করতে পারবো না।