
যদি কোনো মানুষ সম্পূর্ণভাবে ৯০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আগুনে ঘেরা থাকে, তাহলে তার বেঁচে থাকার সম্ভাবনা কয়েক সেকেন্ডের মধ্যেই শেষ হয়ে যায়। এই ভয়াবহ তাপমাত্রায় মানুষের শরীর কোনোভাবেই টিকে থাকতে পারে না।
গুরুত্বপূর্ণ বিষয়:
৯০০ ডিগ্রি সেলসিয়াস হলো এমন এক তাপমাত্রা, যা প্রায় গলিত লাভা বা একটি ভয়াবহ ভবন দাহের তাপমাত্রার কাছাকাছি।
এই তাপে:
- ত্বক ও পেশি কয়েক সেকেন্ডের মধ্যেই পুড়ে ছাই হয়ে যেতে পারে।
- শরীরে তৃতীয় ডিগ্রির দগ্ধ ক্ষত হবে পুরোপুরি।
- নার্ভ সিস্টেম ধ্বংস হয়ে যাওয়ায় শুরুতে প্রচণ্ড যন্ত্রণা অনুভূত হলেও, ব্যক্তি দ্রুত অজ্ঞান হয়ে পড়বেন।
- তপ্ত গ্যাস শ্বাসের মাধ্যমে ঢুকে শ্বাসনালী ও ফুসফুস পুড়িয়ে ফেলবে, যার ফলে ৩০ সেকেন্ডের মধ্যেই হৃদস্পন্দন বন্ধ হয়ে মৃত্যু হতে পারে।
- শরীর সম্পূর্ণভাবে আগুনে ঘেরা থাকলে ১০ থেকে ৩০ সেকেন্ডের মধ্যেই মৃত্যু হওয়া অস্বাভাবিক নয়।
- গাড়ির বিস্ফোরণ বা বড় অগ্নিকাণ্ডে সাধারণত মানুষ ধোঁয়া ও তাপজনিত শকেই আগে মারা যায়, তার আগেই দেহ পুরোপুরি পুড়ে না-ও যেতে পারে।
- যেসব ক্ষেত্রে মানুষ সম্পূর্ণভাবে আগুনে পুড়ে যায়, ফরেনসিক বিশ্লেষণে দেখা গেছে যে তারা সাধারণত কয়েক সেকেন্ড থেকে বড়জোর বিশ সেকেন্ডের মধ্যেই মারা যায়।
৯০০ ডিগ্রি সেলসিয়াস আগুনে সম্পূর্ণভাবে পুড়ে যাওয়া একজন মানুষের জন্য প্রায় তাৎক্ষণিক মৃত্যু ডেকে আনে। সাধারণত কয়েক সেকেন্ডের মধ্যেই জ্ঞান হারানো এবং ২০ সেকেন্ডের মধ্যেই মৃত্যু ঘটে, মূলত শক, তাপঘটিত অঙ্গ বিকল ও শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার কারণে।