
পূর্ণ চন্দ্র মন্ডল, পাইকগাছা : ২০২৪-২৫ অর্থবছরে আমান ধান, গ্রীষ্মকালীন সবজি, তাল, জাম, বেল, কাঁঠাল, নিম, আম ফসল আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পাইকগাছায় ক্ষুদ্র প্রান্তিক, শিক্ষার্থীদের মাঝে প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন এর আওতায় বিনা মূল্যে বীজ, চারা, জৈব ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত কৃষি অফিস চত্বরে এসকল কর্মসূচি উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তৃতা করেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন। এসময় ১৬ শত শিক্ষার্থী, প্রতিষ্ঠান ও কৃষকদের ৪টি করে চারা নিম, বেল, জাম ও কাঁঠাল গাছ। ১ শত জনের ৫টা করে আম। ১২৫ জনের ৫টা করে লেবু ও জৈব সার। ৪৫ জনের ৪টা করে তাল এবং সাথে বেড়া প্রধান করা হয়েছে। এসময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মনিরুল হুদা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওহাব, সহকারী সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহজাহান আলী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার বিশ্বজিত দাশ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা উত্তম কুন্ডু, আবুল কালাম আজাদ, শেখ তোফায়েল আহমেদ তুহিন, দেবদাস রায়, মো. এনামুল হক, ইয়াসিন আলী খান, শরিফুল ইসলাম, মৃণাল সরকার, আকরাম হোসেন, এস এম মফিজুল ইসলাম, ফয়সাল আহমেদ, রুবাইয়া খাতুন, মো. আতাউল্লাহ, কমলেশ দাশ, তাপস সরকার, সোহাগ, নাহিদ হোসেন সহ কৃষি দপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন তিনি তার স্বাগত বক্তব্যে এবং ইউএনও মাহেরা নাজনীন বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থবছরে সরকার সবুজ বনায়ন ও সমৃদ্ধি বাংলাদেশ গড়তে এধরনের উদ্যোগ নিয়েছেন। আসুন, আমরা সরকারের এ উদ্যোগের পাশাপাশি স্থানীয় ভাবে সবুজায়নে এগিয়ে আসি।