Friday, July 18
Shadow

শেনচেনের মেট্রোতে রোবট ডেলিভারি দিচ্ছে পণ্য

চীনের শেনচেন শহরে রোবটের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে মেট্রোয় পণ্য সরবরাহের সফল পরীক্ষা চালানো হয়েছে। এটি বিশ্বের প্রথম রোবট-চালিত মেট্রো ভিত্তিক ডেলিভারি সেবা হিসেবে বিবেচিত হচ্ছে।

সম্প্রতি শেনচেন মেট্রো লাইন ২-এ একটি কার্টুন-থিমযুক্ত রোবট নিজে থেকেই ট্রেনে উঠে ৭-ইলেভেন দোকানে পণ্য পৌঁছে দেয়। এ কাজে কোনো মানুষের সহায়তার দরকার হয়নি।

শেনচেন মেট্রো গ্রুপ ও ভিএক্স লজিস্টিকসের যৌথ প্রকল্পের অংশ হিসেবে এই পরীক্ষা চালানো হয়। এতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সময় নির্ধারণ ব্যবস্থা ও মাল্টি-সেন্সর নেভিগেশন ব্যবহৃত হয়েছে, যার ফলে রোবটটি পথ পরিকল্পনা, পথচারী এড়িয়ে চলা এবং মেট্রো স্টেশনের বিভিন্ন স্থানে চলাফেরা করতে পেরেছে।

৭-ইলেভেনের ওয়ানশিয়া স্টেশনের ম্যানেজার লি ইয়ানইয়ান জানান, আগে মেট্রো স্টেশনের দোকানগুলোতে মূলত গ্রাউন্ড ট্রান্সপোর্ট ব্যবহার করে পণ্য সরবরাহ হতো, যেখানে যানজট ও পার্কিং সমস্যায় পড়তে হতো। রোবট ডেলিভারি দিলে খরচ ও সময় বাঁচাবে।

এখন শেনচেনের মেট্রো স্টেশন জুড়ে ৭-ইলেভেনের ১০০টির বেশি দোকান রয়েছে, যেগুলো প্রতিদিন ৯০ লাখেরও বেশি যাত্রীকে সেবা দেয়।

প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রাথমিকভাবে ৪১টি রোবট মোতায়েন করলেই শেনচেন মেট্রোর সব ৭-ইলেভেন স্টোরের পিক আওয়ার চাহিদা পূরণ সম্ভব হবে।

শেনচেন শহরটিকে ২০২৫-২০২৭ সময়কালের মধ্যে ‘স্মার্ট রোবট প্রযুক্তির পরীক্ষাগার’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

ভিএক্স লজিস্টিকসের অটোমেশন প্রধান হো শাংচিয়ে জানান, রোবটগুলোয় বুদ্ধিমান শিডিউলিং সিস্টেম রয়েছে। প্রতিদিনের অর্ডার ভলিউম, দোকানের অবস্থান, ডেলিভারির সময় ও মেট্রোর ধারণক্ষমতা অনুযায়ী রুট নির্ধারণ করতে পারে এগুলো। এতে একাধিক রোবট একসঙ্গে একাধিক দোকানে পণ্য সরবরাহ করতে পারবে।

উল্লেখ্য, শেনচেন ইতোমধ্যে রোবট প্রযুক্তিতে বিশ্বসেরার আসনে। শহরটিতে ১,৬০০-র বেশি রোবটিক কোম্পানি কাজ করছে, যারা শিল্প কারখানা, হাসপাতাল ও জননিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ খাতে রোবট প্রযুক্তি মোতায়েন করেছে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *