
আগস্টে বেইজিংয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমস। মঙ্গলবার প্রতিযোগিতার মেডেল ও অফিসিয়াল স্লোগান উন্মোচন করা হয়েছে।
স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ মেডেলে দেখা গেছে একটি হীরার আকারের চিপকে কেন্দ্র করে দুটি রোবটিক বাহু যুক্ত করা হয়েছে—যা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উদ্ভাবন ও অগ্রগতির প্রতীক। গেমসের স্লোগান ঠিক করা হয়েছে ‘ভবিষ্যতের জন্য খেলা: চলছে এআই যাত্রা’।
বেইজিং পৌর সরকার, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) এবং আরও কিছু প্রতিষ্ঠানের যৌথ আয়োজনে আগামী ১৪ থেকে ১৭ আগস্ট পর্যন্ত চলবে।
স্পোর্টস ইভেন্টস, পারফরম্যান্স শো ও চ্যালেঞ্জ-ভিত্তিক সিনারিও শ্রেণিতে মোট ২১টি প্রধান ইভেন্ট থাকবে। রোবটরা ব্যাডমিন্টন, বাস্কেটবল ও টেবিল টেনিস খেলবে এতে।
সূত্র: সিএমজি