
রোকুনুজ্জামান, জবি : স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত “আমার চোখে জুলাই বিপ্লব” আইডিয়া প্রতিযোগিতা ২০২৫-এ ঢাকা জেলায় প্রথম স্থান অধিকার করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। প্রতিযোগিতায় জয়ী হয়ে দলটি অর্জন করেছে ১০ লাখ টাকার পুরস্কার।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির পক্ষ থেকে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন মাঈন আল মুবাশ্বির, মোঃ মেহেদী হাসান ও সাদিয়া আফরোজ মীম। তাদের উপস্থাপিত আইডিয়ার শিরোনাম ছিলো “জুলাই অভ্যুত্থান বিতর্ক উৎসব-২০২৫”।
প্রতিযোগিতায় বিজয়ী হয়ে প্রাপ্ত ১০ লাখ টাকা পুরোপুরি উৎসর্গ করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটিকে। এই অর্থ দিয়ে একটি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অংশগ্রহণকারী দল।
বিজয়ী দলের পক্ষ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক সাদিয়া আফরোজ মীম বলেন, “প্রথমেই আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আমরা এতো দারুণ একটা প্রতিযোগিতা জিততে পেরেছি। অনেকদিন ধরেই আমরা জেএনইউডিএস (জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি) থেকে জাতীয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করতে চাচ্ছিলাম। এরই মধ্যে যখন এই আইডিয়া প্রতিযোগিতার ফেসবুক পোস্টটি সামনে আসে তখন আমরা ৩ জনের একটি টিম করে গত ১০ জুলাই আইডিয়া কন্টেস্টের সকল নিয়ম মেনে একটি জাতীয় বিতর্ক প্রতিযোগিতার আইডিয়া ঢাকা জেলা পরিষদে প্রদান করি। আজকে সকালে আমাদেরকে ফোন করে জানানো হয় যে আমরা প্রতিযোগিতায় প্রথম হয়েছি। এটা নিঃসন্দেহে জেএনইউডিএস এর একজন বিতার্কিক হিসেবে আমাদের সবচেয়ে বড় এচিভমেন্ট। এই কন্টেস্টের সম্পুর্ণ টাকা দিয়ে জেএনইউডিএস চলতি মাসের মধ্যেই আন্তঃস্কুল, আন্তঃকলেজ এবং আন্তঃবিশ্ববিদ্যালয় এই ৩ টি সেগমেন্টে একটি জাতীয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করবে৷ আমরা যেন সুন্দরভাবে একটি জাতীয় প্রতিযোগিতা আয়োজন করতে পারি এখন এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”
ডিবেটিং সোসাইটির এমন অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট মহলে আনন্দ ও গর্বের আবহ বিরাজ করছে।