Saturday, April 26
Shadow

কোভিড-১৯ উৎস অনুসন্ধান নিয়ে রাজনীতির অভিযোগে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা চীনের

কোভিড-১৯ এর উৎস অনুসন্ধান নিয়ে চীনকে হেয় প্রতিপন্ন করার অভিযোগে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছে চীন। বুধবার এই ঘটনাকে একটি বৈজ্ঞানিক বিষয়কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অপচেষ্টা হিসেবে আখ্যায়িত করেছে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) কমিশন।

হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত একটি নিবন্ধের প্রেক্ষিতে এনএইচসির একজন মুখপাত্র এই মন্তব্য করেন, যেখানে আবারও হুবেই প্রদেশের উহানের একটি গবেষণাগারকে কোভিড-১৯ মহামারির সম্ভাব্য উৎস হিসেবে ইঙ্গিত করা হয়।

মুখপাত্র বলেন, “নিবন্ধে উল্লিখিত তথাকথিত ‘কারণসমূহ’ কোনো বৈজ্ঞানিক ভিত্তি নয় এবং তথাকথিত ‘প্রমাণ’ সম্পূর্ণ কাল্পনিক।” তিনি আরও বলেন, ‘ভাইরাসের উৎস নিয়ে যুক্তরাষ্ট্র বারবার চীনকে লক্ষ্য করে কুৎসা রটিয়ে এসেছে, যা একটি বৈজ্ঞানিক বিষয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের এক নির্মম প্রচেষ্টা।’

তিনি জোর দিয়ে বলেন, মহামারিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে চীনকে দমনের মার্কিন কৌশল ব্যর্থ হবেই।

মুখপাত্র আরও জানান, ক্রমবর্ধমান প্রমাণ এবং সূত্র বলছে, কোভিড-১৯ সম্ভবত যুক্তরাষ্ট্রেই আরও আগেই উদ্ভূত হয়েছিল।

তিনি আরও বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রকে আহ্বান জানাই— চীনের বিরুদ্ধে কুৎসা প্রচার বন্ধ করুন, মহামারির মোকাবেলায় নিজেদের ভূমিকায় আত্মসমালোচনা করুন এবং আন্তর্জাতিক সমাজের কাছে দায়িত্বশীল ব্যাখ্যা দিন।’

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *