
সাম্পান র্যালিতে সি এম পি কমিশনার কর্ণফুলীর অবৈধ স্থাপনা উচ্ছেদে কোন আপোষ নয়…
ইসমাইল ইমন চট্টগ্রাম : কর্ণফুলী ও দেশের নদ—নদী রক্ষায় ১৯তম ‘সাম্পান খেলা ও চাঁটগাইয়া সংস্কৃতি মেলা ১৪৩২ বাংলা’ এর তিন দিনের অনুষ্ঠান মালার দ্বিতীয় দিন ‘সাম্পান শোভাযাত্রা’
সম্পন্ন হয়েছে।
আজ ৯ মে শুক্রবার সকাল ১১টায় নগরীর অভয়মিত্র ঘাট থেকে শুরু হওয়া সাম্পান শোভাযাত্রার উদ্বোধন করেন, বিএনপি দক্ষিণ জেলা সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ¦ মোঃ আলী আব্বাস। এতে প্রধান অতিথির বক্তব্যে সিএমপি পুলিশ কমিশনার হাসিব আজিজ বলেন, কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে কোন রকমের কার্পন্য করা হবে। তিনি কোতোয়ালী থানা ও সদরঘাট ও বাকলিয়া থানার ওসিকে নির্দেশ দিয়ে বলেন, আদলতের নিষেধাজ্ঞা নাই এমন সব স্থাপনা যেন দ্রুত উচ্ছেদ করা হয়। আদালতের কোন নির্দেশনা না থাকলে অবৈধ স্থাপনা উচ্ছেদে একদিনও দেরী করা হবে না। তিনি বলেন, এই নদী দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে শুধু তাই নয়। ৯০ শতাংশের বেশি আমদানি রপ্...