শ্রীবরদীতে অগ্নিকাণ্ডে ৩ দোকান ভস্মীভূত, ক্ষতি ৩ কোটি টাকা
রিয়াদ আহাম্মেদ ,শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ৩০ জুন সোমবার ভোরে উপজেলার ঝগড়ারচর দক্ষিণ বাজারে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে আনুমানিক তিন কোটি টাকার ক্ষতি হয়েছে। এছাড়াও দুইটি দোকানে সামান্য ক্ষতি হয়েছে। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলো- মেসার্স মুরাদ স্টোরের মালিক মো. মুরাদুজ্জামান, মেসার্স অনু এন্টারপ্রাইজের মালিক শ্রী চৈতন্য মোদক ও শিহাব স্টোরের মালিক মনিরুজ্জামান।
ব্যবসায়ীরা জানান, ভোরে বাজারের লোকজন আগুন লাগার ঘটনা টের পায়। সেই সময় সবাই ঘুমন্ত অবস্থায় ছিলো। আগুনের তীব্রতা এতই বেশি ছিলো যার জন্য কোন মালামাল বের করা যায়নি। এদিকে শ্রীবরদী উপজেলা ফায়া...