Thursday, July 31
Shadow

Tag: ‘রানঝানা’ সিনেমা

‘রানঝানা’ সিনেমার লেখক এআই: তুঙ্গে বিতর্ক বলিউডে

‘রানঝানা’ সিনেমার লেখক এআই: তুঙ্গে বিতর্ক বলিউডে

বিনোদন
২০১৩ সালে মুক্তির পরপরই পরিচালক আনন্দ এল রাইয়ের সিনেমা ‘রানঝানা’ দর্শক ও সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। এক যুগ পর সেই সিনেমাটি আবারও প্রেক্ষাগৃহে আসছে নতুন রূপে। তবে এই পুনঃমুক্তি নিয়ে তৈরি হয়েছে জোরালো বিতর্ক—পরিচালক আনন্দ এল রাই ও প্রযোজনা সংস্থা ইরোস ইন্টারন্যাশনালের মধ্যে। কারণ, এবার সিনেমার গল্পের শেষটা বদলে দেওয়া হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি ব্যবহার করে, যা নির্মাতার অনুমতি ছাড়াই করা হয়েছে বলে অভিযোগ। ইরোস সম্প্রতি ঘোষণা দেয় যে, ‘অম্বিকাপথি’ নামে তামিল ভাষায় ‘রানঝানা’ আবার মুক্তি পাবে আগামী ১ আগস্ট। এই নতুন সংস্করণে AI প্রযুক্তি ব্যবহার করে সিনেমার শেষ পরিবর্তন করা হয়েছে। মূল কাহিনিতে যেখানে কুন্দন (অভিনয় করেছেন ধানুশ) মারা যান, সেখানে এবার দেখানো হবে তিনি বেঁচে থাকেন। অর্থাৎ, ট্র্যাজিক সমাপ্তি বদলে দেওয়া হয়েছে হ্যাপি এন্ডিংয়ে। এই সিদ্ধান্তে রী...