Sunday, July 27
Shadow

Tag: মাইলস্টোন

ঝরা ফুল 

ঝরা ফুল 

কবিতা, সাহিত্য
হানিফ সরকার শান্ত, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ  অকালে ঝরে গেল কিছু ফুল। কি ছিল তাদের ভুল.? কিছুক্ষণ পর হবে কলেজ ছুটি মনে ছিলো আনন্দের খুনসুটি৷। আকাশ বেয়ে বিমান বজ্রপাত। নিষ্পাপ কিছু প্রাণ নিপাত। চারদিকে হা হা কার বাঁচার আর্তনাদ মৃত্যুর চিৎকার। আকাশ বাতাস কেঁপে  বেরিয়ে এলো লাশ সারি সারি।ছেলে মেয়ে হারা  বাবা মায়ের আহাজারি  আকাশ বাতাস হয়ে উঠে ভারী। ভেঙে গেল কত স্বপ্নের মগ্ন মন। এমন নজিরবিহীন ঘটনা দেখে নি দেশ। এই ঘটনায় শোকে কাতর গোটা বাংলাদেশ। রইল হৃদয়ে রক্তাক্ত এক রেখা অশেষ।...
হে সোনামণিরা! তোমরা বেঁচে গেছো

হে সোনামণিরা! তোমরা বেঁচে গেছো

কবিতা, ফিচার, সাহিত্য
সৌরভ বড়ুয়া  আজকে সকালে এই ফুটফুটে বাচ্চারা মায়ের দেয়া টিফিন নিয়ে স্কুলে আসতো। প্রতিদিনকার মত সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সহপাঠীদের সঙ্গে দুষ্টুমিষ্টি পিটি করে ক্লাসে প্রবেশ করতো। রংতুলি দিয়ে আপনমনে প্রকৃতির ছবি আকঁতো। এক জনের গালে আরেকজন রং লাগিয়ে কতই না আনন্দ পেত! কাগজের নৌকা বানাতো আর প্লেন উড়াতো ক্লাসেরুমেই। তাদের বয়সই তো এখন খেলনা প্লেন উড়ানোর। অথচ সত্যিকারের প্লেন এসে নিলো জীবন। টিফিন পিরিয়ডে খাবার ভাগাভাগি করার হিড়িক পড়ে যেত সহপাঠীদের মধ্যে। শিক্ষকের সামনে কার আগে কে নিজের সেরাটা উপস্থিত করবে সেই প্রতিযোগিতায় মেতে উঠতো সবাই। অথচ আজ একদম নিশ্চুপ চারপাশ। মায়েদের ঘুম রেখে দ্রুত উঠে টিফিন তৈরির তাড়া নেই। স্কুলে যাওয়ার জন্যও কাউকে আর বাধ্য করতে হবে না। দুনিয়ার সকল পাঠ চুকিয়ে তাঁরা অনন্তকালের ক্যাম্পাসের স্টুডেন্ট হয়ে গেছে। সেখানে এই কুদর...