
পাইকগাছায় টানা বৃষ্টিতে মৎস্য খাতে ক্ষতি ৭ কোটি ৪০ লাখ টাকা, কৃষিতে ২৭৭ হেক্টর
পূর্ণ চন্দ্র মন্ডল, পাইকগাছা: পাইকগাছায় ড়িদ সপ্তাহ থেকে লাগাতার বৃষ্টি চলেছে। কখনো ভারী আবার কখনো মাঝারি ভারী বৃষ্টিপাত হচ্ছে। টানা বৃষ্টিতে প্রায় বেশির ভাগ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। স্থবির হয়ে পড়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। জরুরি প্রয়োজন ছাড়া লোকজন ঘরের বাইরে যাননি তেমন একটা।
পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দার সহকারী অধ্যাপক আবু ছাবাহ জানান, রবিবার দিবাগত রাত আনুমানিক ৩টা থেকে এক ঘণ্টারও বেশি সময় ভারী বৃষ্টি হয়। এরপর বৃষ্টির বেগ কিছুটা কমে এলেও সোমবার সারা দিনই বিরামহীনভাবে বৃষ্টি হচ্ছে।
এতে জলাবদ্ধতায় পৌরসভা জুড়ে দুর্ভোগ নেমে আসে। উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজমান থাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছে।
পৌরসভার বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে বৃষ্টির পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। প্রধান সড়ক সহ দুই চারটা রাস্তা ছাড়া সকল রা...