
বাহরাইনকে ৭ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ নারী দল
ফিফা নারী র্যাংকিংয়ে বাহরাইনের থেকে বাংলাদেশ পিছিয়ে ৩৬ ধাপ। কাগজে-কলমে প্রতিপক্ষ অনেক এগিয়ে। তবে মাঠের খেলায় তার কিছুই দেখা গেল না। বরং বাহরাইনকে নিয়ে যেন ‘ছেলেখেলাই’ করল বাংলাদেশের মেয়েরা।
প্রথমবারের দেখাতেই বাহরাইনকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে লাল-সবুজরা। এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্বের এই ম্যাচে প্রথমার্ধেই পাঁচ গোল করে বড় জয়ের ভিত্তি গড়ে তোলে কোচ পিটার বাটলারের দল।
ম্যাচের ১০ মিনিটেই গোলের সূচনা করেন শামসুন্নাহার জুনিয়র। স্বপ্না রানির করা দুর্দান্ত এক ক্রসে বাহরাইনের গোলরক্ষক খুলুদ সালেহ আবদুল্লাহ বল আটকাতে আসেন। তবে তাকে ফাঁকি দিয়ে বল জালে জড়িয়ে দেন শামসুন্নাহার।
মাত্র ৫ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন ঋতুপর্ণা চাকমা। বক্সের বাঁ প্রান্ত থেকে বাঁ পায়ের দারুণ এক শটে গোলটি করেন তিনি। এর আগে প্রথম গোলের সহায়তাকারী স্বপ্না রানিই পাস দিয়েছিলেন ঋতুপ...