Thursday, July 31
Shadow

Tag: প্রস্রাব

সাবধান! প্রস্রাব এর ভয়ে পানি কম পান করা এবং প্রস্রাব চেপে রাখার ভয়াবহ পরিণাম সম্পর্কে জানুন

সাবধান! প্রস্রাব এর ভয়ে পানি কম পান করা এবং প্রস্রাব চেপে রাখার ভয়াবহ পরিণাম সম্পর্কে জানুন

ফিচার, স্বাস্থ্য
জামাল হোসেন: কিছু মানুষ অভ্যাসবশত কারণে আরকিছু মানুষ পরিস্থিতির চাপেসঠিক সময়ে প্রস্রাব করতে পারেন না। এই সমস্যায় বিশেষ করে মহিলাদেরই বেশি পোড়তে হয়। যেমন মহিলারা উপযুক্ত পরিবেশের অভাবে বারাস্তাঘাটে শৌচালয় না পাওয়ায় দীর্ঘক্ষণ প্রস্রাব চেপে রাখতে বাধ্য হন।আর এই কারনেই অনেকে খুব কম পানি পান করেন। কম পানি পান করার ফলে ছোট ছোট সমস্যাগুলো এক সময় বিশাল আকার ধারন করে এবং শেষ মুহূর্তে আর কিছুই করার থাকে না। চলুন দেখা যাক কি কি সমস্যা হতে পারে কম পানি পান করা এবং প্রস্রাব চেপে রাখার ফলে। ১। পানি কম পান করা যেমন ক্ষতিকর, প্রস্রাব দীর্ঘক্ষণ শরীরের ভিতরে আটকে রাখাটাও ক্ষতিকর। এর ফলে মূত্রথলিতে চাপ পড়ে এবং শরীরে নানাবিধ ক্ষতি হয়। ২। মানুষের মূত্রথলিতে সর্বাধিক ১৬ আউন্স বা দু’কাপের মতোমূত্র জমা হতে পারে। এক জন মানুষের মুত্রথলি কত তাড়াতাড়ি পূর্ণ হবে তা বিভিন্নফ্যাক্টরের উপর নির্ভর করে। প্...