
নওগাঁয় ত্রিশ হাজার হেক্টর জমিতে আম চাষ
তাপদাহে ফলন বিপর্যয়ের আশঙ্কা
গৌতম কুমার মহন্ত, নওগাঁঃ বাণিজ্যিকভাবে আমের রাজ্যখ্যাত নওগাঁর বরেন্দ্র অঞ্চলে ইতিমধ্যেই বাগান গুলোতে পাকা আমের ঘ্রাণ আসতে শুরু করেছে। আগামী কয়েক দিনের মধ্যেই এ অঞ্চলের মানুষরা জৈষ্ঠ্য মাসের পাকা আমের স্বাদ নিতে শুরু করবে।মধ্যেই বরেন্দ্র অঞ্চলের কিছু বাগান থেকে পাকা আম নামাতে প্রস্তুতি নিতে শুরু করেছে বাগান মালিকরা।আগামী সপ্তাহের দিকে পাকা আম বাজারে আসতে শুরু করবে বলে ধারণা করা হচ্ছে।বৈরী আবহাওয়ায় গত কয়েক দিন ধরে চলা তাপদাহে পুড়ছে নওগাঁর বরেন্দ্র অঞ্চল।দীর্ঘদিন এ অঞ্চলে কাংক্ষিত বৃষ্টি না হওয়াসহ প্রচন্ড তাপদাহে আম পাকার আগেই গাছ থেকে আম ঝড়ে পড়ায় ফলন বিপর্যয়ের আশঙ্কা করছে বাগান মালিকরা।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি সূত্র জানায়, চলতি বছর জেলার সদরসহ ১১ উপজেলায় ৩০ হাজার ৩০০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আম বাগান রয়েছে। এসব বাগান থেকে ৪ লাখ টনের...