
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে যুগোপযোগী সংস্কার : শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে এ সিদ্ধান্ত, জানালেন উপাচার্য
শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে সময়োপযোগী ও যুগোপযোগী পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।
শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর ধানমণ্ডিস্থ ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজের সম্মেলন কক্ষে আয়োজিত ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা ও আত্মবিশ্বাস অর্জন’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সমাপনী বক্তব্যে উপাচার্য বলেন, "মানসিক সুস্বাস্থ্য গুণগত শিক্ষার অন্যতম ভিত্তি। একজন মানসিকভাবে সুস্থ শিক্ষার্থী পড়ালেখায় মনোযোগী হতে পারে, নতুন বিষয় শেখার আগ্রহ ধরে রাখতে পারে এবং শেখার প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে। তাই মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা...