Sunday, July 27
Shadow

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে যুগোপযোগী সংস্কার : শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে এ সিদ্ধান্ত, জানালেন উপাচার্য

শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে সময়োপযোগী ও যুগোপযোগী পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর ধানমণ্ডিস্থ ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজের সম্মেলন কক্ষে আয়োজিত ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা ও আত্মবিশ্বাস অর্জন’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সমাপনী বক্তব্যে উপাচার্য বলেন, “মানসিক সুস্বাস্থ্য গুণগত শিক্ষার অন্যতম ভিত্তি। একজন মানসিকভাবে সুস্থ শিক্ষার্থী পড়ালেখায় মনোযোগী হতে পারে, নতুন বিষয় শেখার আগ্রহ ধরে রাখতে পারে এবং শেখার প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে। তাই মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা সৃষ্টি জরুরি।”

তিনি আরও বলেন, “মানসিক চাপ, উদ্বেগ ও হতাশা শিক্ষার্থীদের মনোযোগ ও শেখার আগ্রহ কমিয়ে দেয়, যার ফলে শিক্ষার স্বাভাবিক গতিপ্রবাহে ব্যাঘাত ঘটে। উন্নত বিশ্বে শিক্ষা প্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্য শিক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ও সেই পথ অনুসরণ করছে।”

ড. আমানুল্লাহ জানান, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সিলেবাসে সময়োপযোগী সংস্কার আনা হয়েছে। পাশাপাশি আইসিটি-নির্ভর শিক্ষা, শিক্ষক-শিক্ষার্থী প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়াও ইউনিসেফ, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA), এবং এটুআই (a2i)-সহ দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে। এই উদ্যোগ শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক জ্ঞান ও দক্ষতা বাড়িয়ে বৈশ্বিক শ্রমবাজারে টিকে থাকার সক্ষমতা বাড়াবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। তিনি বলেন, “মানসিকভাবে সুস্থ শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও সমালোচনামূলক চিন্তাভাবনা গড়ে ওঠে, যা ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমন উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়।”

কর্মশালায় আরও বক্তব্য রাখেন কোর্স কো-অর্ডিনেটর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ চৌধুরী, রিসোর্স পার্সন হিসেবে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস এবং মাল্টিডিসিপ্লিনারি ট্রেনিং সেন্টারের চাইল্ড সাইকোলজি বিভাগের সিনিয়র ইনস্ট্রাক্টর ড. ফাইজা আহমেদ।

দিনব্যাপী এই কর্মশালার তত্ত্বাবধানে ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক সালমা পারভীন। কর্মশালায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজ, আইডিয়াল কলেজ, নিউ মডেল ডিগ্রি কলেজ, ড. মালেকা কলেজ এবং মোহাম্মদপুর মহিলা কলেজের মোট ১৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন উপাচার্যসহ আমন্ত্রিত অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *