
চীনের খাদ্য নিরাপত্তায় পথ দেখাচ্ছে সমুদ্র
চীন তার বিশাল উপকূলরেখা কাজে লাগিয়ে গড়ে তুলছে সমুদ্রভিত্তিক আধুনিক খামার। যার আরেক নাম মেরিন র্যাঞ্চ। এতে চীনের খাদ্য নিরাপত্তা আরও জোরদার হচ্ছে।
‘নীল শস্যভান্ডার’ খ্যাত এই খামারগুলো খাদ্য সরবরাহে নিয়ে আসছে বৈচিত্র্য। আসছে নতুন বিনিয়োগ ও উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহার।
চলতি বছর চীনের ‘১ নং কেন্দ্রীয় নথি’ অনুযায়ী, বহুমুখী খাদ্য সরবরাহ ব্যবস্থায় জোর দিয়েছে চীন সরকার। এতে গভীর সমুদ্র ও দূর সমুদ্রে মাছ চাষ এবং আধুনিক মেরিন র্যাঞ্চ নির্মাণের কথা বলা হয়েছে।
ইতোমধ্যে চীন ১৮০টির বেশি জাতীয় পর্যায়ের মেরিন র্যাঞ্চ তৈরি করেছে। এর মধ্যে শানতোং প্রদেশে রয়েছে ৭১টি। ২০২৪ সালে দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের শানওয়েই শহর ২০ কোটি ৯০ লাখ ডলারের বেশি বিনিয়োগে তৈরি করা হয় ৮টি মেরিন র্যাঞ্চ বা সামুদ্রিক খামার।
প্রযুক্তির মাধ্যমে এসব র্যাঞ্চে স্বয়ংক্রিয় খাদ্য প্রয়োগ ও পানির নিচ...