চীনে ২০২৫ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে নতুন বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের সংখ্যা ৫.৮ শতাংশ বেড়ে ৭,৫৭৪-এ পৌঁছেছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় শুক্রবার এই তথ্য জানিয়েছে।
একই সময়ে উৎপাদন শিল্পে ৪৭.৮২ বিলিয়ন ইউয়ান এবং সেবা খাতে ১২০.৪৯ বিলিয়ন ইউয়ান বিনিয়োগ হয়েছে।
উচ্চ-প্রযুক্তি খাতে বিনিয়োগ হয়েছে ৫২.৪৯ বিলিয়ন ইউয়ান। এর মধ্যে ই-কমার্স সেবা, জৈব-চিকিৎসা উৎপাদন ও স্মার্ট কনজিউমার ইকুইপমেন্ট উৎপাদন খাতে যথাক্রমে ৩৩.৫ শতাংশ, ২২.৯ শতাংশ ও ৪০.৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, যুক্তরাজ্য, জার্মানি ও দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ যথাক্রমে ৮৭.৯ শতাংশ, ৫৪.৭ শতাংশ ও ৪৫.২ শতাংশ বেড়েছে।
সূত্র: সিএমজি বাংলা