
চীনের নতুন জ্বালানির গাড়ি প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি
চীন এআই যুক্ত নিউ-এনার্জি যান (এনইভি) খাতে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত অগ্রগতি অর্জন করেছে। বিশেষ করে সম্পূর্ণ সলিড স্টেট লিথিয়াম ব্যাটারি এবং দেশীয় বেইতৌ নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম ব্যবহারে পেয়েছে উল্লেখযোগ্য সাফল্য।
বর্তমানে ব্যবহৃত লিথিয়াম-আয়ন ব্যাটারির তুলনায় পুরোপুরি সলিড স্টেট লিথিয়াম ব্যাটারিতে নিরাপত্তা বেশি। এর শক্তি ঘনত্বও বেশি, আছে দীর্ঘ আয়ু এবং দ্রুত চার্জিং সুবিধা। একে ভবিষ্যতের এনইভি’র চূড়ান্ত সমাধান হিসেবে ধরা হচ্ছে।
চায়না ইভি১০০-এর তথ্য অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে এই ব্যাটারি এনইভি-তে সংযুক্ত করা হবে এবং ২০৩০ সালের মধ্যে বাণিজ্যিক উৎপাদন শুরু হবে।
এ ছাড়া, বুদ্ধিমান ড্রাইভিং প্রযুক্তির বিকাশের ফলে স্যাটেলাইট নেভিগেশনের গুরুত্বও বাড়ছে। থিয়েনচিনের ভেহিকেল বিডিএস ল্যাবে গবেষকরা এআই ব্যবহার করে স্যাটেলাইট সংকেত বিঘ্নের উৎস শনাক্ত করছেন এবং একটি জাতীয় ডেটা...