
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টিম ডেভিডের বিধ্বংসী ইনিংস ও সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সহজ জয়
শাই হোপের ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি রঙিন হলেও শেষ পর্যন্ত তা বিফলে গেছে। কারণ, টিম ডেভিডের বিধ্বংসী ব্যাটিংয়ের কাছে চাপা পড়ে গেলো হোপের সেই দুর্দান্ত ইনিংস। কাকতালীয়ভাবে, দুই ব্যাটারই সমান রান করে অপরাজিত ছিলেন। তবে সিঙ্গাপুরের সাবেক ক্রিকেটার টিম ডেভিডের রেকর্ড গড়া সেঞ্চুরির ওপর ভর করে অস্ট্রেলিয়া ম্যাচ জিতেছে ২৩ বল হাতে রেখে ৬ উইকেটে। সেই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ হাতে রেখেই ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে সফরকারীরা।
শুক্রবার (স্থানীয় সময়) সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ব্যাটারদের দাপট ছিল চোখে পড়ার মতো। শুরুতে হোপ ও ব্র্যান্ডন কিংয়ের শতক ছাড়ানো ওপেনিং জুটিতে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ৪ উইকেট হারিয়ে ২১৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায়। কিন্তু এত রান করেও জয়টা ধরা দিল না। অস্ট্রেলিয়ার জার্সিতে সবচেয়ে দ্রুত হাফ সেঞ্চুরি এবং সেঞ্চুরি...