Saturday, April 19
Shadow

Tag: ইসলাম

যেসব আমলে মুনাফিকি থেকে মুক্তি মেলে

যেসব আমলে মুনাফিকি থেকে মুক্তি মেলে

ইসলাম
মুনাফিকি বা কপটতা গর্হিত অপরাধ। বাহ্যিকভাবে মুসলমান পরিচয় বহনকারী কিছু লোক রাসুলুল্লাহ (সা.)-এর যুগে মুনাফিক হিসেবে পরিচিত ছিল। এমন স্বভাবের লোক পরবর্তী যুগে থাকাও অস্বাভাবিক নয়। তবে এমন কিছু কাজ আছে, যা করলে মুনাফিকি থেকে মুক্ত হওয়া যায়। নিম্নে এ বিষয়ে আলোচনা করা হলো— ৪০ দিন একাধারে জামাতে নামাজ পড়া : আনাস (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি প্রথম তাকবিরপ্রাপ্তিসহ একাধারে ৪০ দিন (পাঁচ ওয়াক্ত সালাত) জামাতে আদায় করবে তার জন্য দুটি মুক্তিপত্র লিখে দেওয়া হবে। একটি জাহান্নাম থেকে মুক্তি, দ্বিতীয়টি মুনাফিকি থেকে মুক্তি।’  (তিরমিজি, হাদিস : ২৪১) সদাচার ও দ্বিন সম্পর্কে জ্ঞান লাভ : আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘দুটি আচার কোনো মুনাফিকের মধ্যে মেলে না—সদাচার ও দ্বিন সম্পর্কিত জ্ঞান।’ (তিরমিজি, হাদিস : ২৬৮৪) দানশীলতা : আবু মালিক আ...