
আ. লীগ নিষিদ্ধকরণ এবং আবদুল হামিদের দেশত্যাগ নিয়ে আসিফ নজরুলের বক্তব্য
খুনের মামলার আসামি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ এবং আওয়ামী লীগ নিষিদ্ধকরণ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
শুক্রবার (৯ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল লেখেন, “আমার বিরুদ্ধে কিছু মানুষ জঘন্য মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে। আমি আপনাদের সুস্পষ্টভাবে জানাতে চাই, খুনের মামলার আসামি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশ গমনে বাধা দেওয়ার দায়িত্ব পুলিশ ও গোয়েন্দা এজেন্সিগুলোর, যা কোনোভাবেই আমার আইন মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত বিষয় নয়।”
তিনি আরও বলেন, “আমার মন্ত্রণালয়ের অধীনে আছেন নিম্ন আদালতের বিচারকরা। আপনারা নিশ্চয়ই জানেন, আদালতের বিচারকদের দায়িত্ব বিমানবন্দর পাহারা দেওয়া বা কারো চলাচলে বাধা দেওয়া নয়।”
আওয়ামী লীগ নিষ...