
পাইকগাছায় লটারিতে এলসিএস কর্মী নির্বাচিত
পাইকগাছা: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় "পল্লী সড়ক ও কালভার্ট মেরামত কর্মসূচির আওতায় পাইকগাছা উপজেলাধীন ৩টি রাস্তার এলসিএস কর্মীদের চুড়ান্ত ভাবে বাছাইয়ের জন্য সরাসরি লটারি অনুষ্ঠিত হয়েছে। স্বচ্ছতা নিশ্চিত করতে
সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব এর সভাপতিত্বে উপজেলার তিনটি ইউনিয়ন কপিলমুনি, সোলাদানা এবং লস্কর ইউনিয়নের মোট ২০ জন এলসিএস কর্মী লটারিতে নির্বাচিত হয়। কপিলমুনির রামনাথপুর তালতলা সড়কের কাজে ৫ জন কর্মী নির্বাচিত হয়েছেন যথাক্রমে নাসিরপুরের কল্পনা শীল ও নীলা শীল, কাশিমনগরের হাসিনা দাস ও জনতা রাণী দাশ এবং গোয়ালবাথানের আয়েশা খাতুন। এছাড়া ৩জন অপেক্ষামান রাখা হয়েছে। সোলাদানা ইউনিয়নে সোলাদানা ইউপি, সোলাদানা বাজার, গড়ইখালী জিসি সড়কের কাজে ৮ জন নির্বাচিত যথাক্রমে পারবয়ারঝাপার নাসিমা বেগম, ভেকটমারীর মনোয়ারা বেগম, টেংরামারীর ক...