পাইকগাছায় নাছিরপুর খাল উন্মুক্ত:
২০ গ্রামের মানুষের উচ্ছ্বাস উল্লাস, চলছে মাছ ধরার উৎসব
পাইকগাছা প্রতিনিধিঃ প্রায় দশ কিলোমিটার এলাকার ওপর দিয়ে প্রবাহিত ২০টি গ্রামের লাখ লাখ মানুষের 'জীবনকাঠি' খুলনার পাইকগাছার কপিলমুনি ইউনিয়নের তালতলা থেকে হরিঢালী অবধি আলোচিত নাছিরপুর খালটি গতকাল ২ জুলাই বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্ধার ও উন্মুক্ত করেছেন উপজেলা প্রশাসন। এলাকার নারী-পুরুষ সহ হাজার হাজার আম জনতার উৎসব মুখর উপস্থিতিতে এসিল্যান্ড মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, সেনাবাহিনীর কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ কর্মকর্তাগণের পরিচালনায় খাল থেকে সমস্ত প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। প্রায় ২০৫ বিঘা জায়গার ওপর বিভিন্ন স্থানে টানিয়ে দেওয়া হয় সাইনবোর্ড। মানুষ তিন দশক পরে খালের ওপর তাদের পূর্ণ অধিকার ফিরে পেয়ে মাছ ধরার আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে।
খালট...