
চার্জিংয়ে তাক লাগানো প্রযুক্তি নিয়ে চীনের বিওয়াইডি
নতুন বৈদ্যুতিক যান বা ইভি প্রযুক্তির এক অভাবনীয় সাফল্যের খবর নিয়ে আবারও বিশ্বমঞ্চে আলোচনার কেন্দ্রে চীন। দেশের শীর্ষস্থানীয় ইভি নির্মাতা বিওয়াইডি সম্প্রতি এমন এক ব্যাটারি ও চার্জিং সিস্টেম উন্মোচন করেছে, যা বৈদ্যুতিক যান ব্যবহারকারীদের রিচার্জ চিন্তাকে উড়িয়ে দিতে পারে এক লহমায়। আর তাই একে বলা হচ্ছে বিওয়াইডি’র ‘ডিপসিক মুহূর্ত’।
৫ মিনিটে ৪০০ কিলোমিটার!
বিওয়াইডির দাবি অনুযায়ী, নতুন চার্জিং সিস্টেম মাত্র পাঁচ মিনিটে ৪০০ কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম— যা এ পর্যন্ত উৎপাদিত যেকোনো ইভির জন্য সর্বোচ্চ। বিওয়াইডির চেয়ারম্যান ওয়াং ছুয়ানফু আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, ‘ইভির রিচার্জজনিত উদ্বেগ মুহূর্তেই কমিয়ে দেবে এটি। পাঁচ থেকে আট মিনিটের অপেক্ষাতেই কাজ হয়ে যাবে।’
বিশ্বব্যাপী প্রযুক্তি মহলে ব্যাপক আলোড়ন ফেলেছে এই ঘোষণা। প্রভাবশালী টেক ওয়েবসাইট অ্যাক্সিওস একে বলছে ‘আরেকটি ডিপসিক ...