Wednesday, April 2
Shadow

পাকিস্তানের জাতীয় দিবসে চীনা প্রেসিডেন্ট সি চিনপিং ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর অভিনন্দন

রোববার পাকিস্তানের জাতীয় দিবস উপলক্ষ্যে সে দেশের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং অভিনন্দনবাণী পাঠিয়েছেন।

বাণীতে সি চিন পিং উল্লেখ করেন, দীর্ঘকাল ধরে পাকিস্তান সরকার ও জনগণ দৃঢ়ভাবে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, ভূখণ্ডের অখণ্ডতা এবং জাতীয় মর্যাদা রক্ষা করে, বিভিন্ন ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলা করেছে, দেশ নির্মাণে নতুন অগ্রগতি অর্জন করেছে, সক্রিয়ভাবে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধি জোরদার করেছে। আন্তর্জাতিক পরিস্থিতির পরিবর্তন হলেও, চীন সবসময় চীন-পাক সম্পর্কের ওপর গুরুত্বারোপ করে, দু’দেশের সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক উন্নত করবে।

সি চিন পিং আরো বলেন, গত ফেব্রুয়ারি মাসে প্রেসিডেন্ট জারদারি সুষ্ঠুভাবে চীন সফর করেছেন। দু’পক্ষ চীন-পাক সম্পর্ক উন্নয়নে নতুন মতৈক্য পৌঁছেছে। জনাব সি চীন-পাক সম্পর্কোন্নয়নে অনেক গুরুত্ব দিয়ে বলেন, প্রেসিডেন্ট জারদারির সঙ্গে নতুন যুগে আরো ঘনিষ্ঠ চীন-পাক অভিন্ন কল্যাণের সমাজ গঠনে আগ্রহী চীন।

পাকিস্তানের জাতীয় দিবস উপলক্ষ্যে চীনা পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

এদিকে, পাকিস্তানের জাতীয় দিবস উপলক্ষ্যে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই  সে দেশের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ ইশাক দারকে অভিনন্দনবাণী পাঠিয়েছেন।

বাণীতে ওয়াং ই বলেন, সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান  সরকার জনগণের নেতৃত্ব দিয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতি বাস্তবায়নের চেষ্টা করছে। বিশ্বের বড় পরিবর্তনের সামনে, চীন ও পাকিস্তান হাতে হাত রেখে কার্যকরভাবে দ্বিপক্ষীয় স্বার্থ রক্ষা করেছে।

চীন ও পাকিস্তানের লোহার মতো মৈত্রী আরো মজবুত হচ্ছে। তিনি পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী দারের সঙ্গে দু’দেশের শীর্ষনেতার গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন করতে, বিভিন্ন খাতের বাস্তব সহযোগিতা সম্প্রসারণ করতে, আন্তর্জাতিক বিষয়ে যোগাযোগ ও সমন্বয় জোরদার করতে এবং নতুন যুগে আরো ঘনিষ্ঠ চীন-পাক অভিন্ন কল্যাণের সমাজ গঠনে নতুন অবদান রাখতে চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *