রোববার পাকিস্তানের জাতীয় দিবস উপলক্ষ্যে সে দেশের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং অভিনন্দনবাণী পাঠিয়েছেন।
বাণীতে সি চিন পিং উল্লেখ করেন, দীর্ঘকাল ধরে পাকিস্তান সরকার ও জনগণ দৃঢ়ভাবে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, ভূখণ্ডের অখণ্ডতা এবং জাতীয় মর্যাদা রক্ষা করে, বিভিন্ন ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলা করেছে, দেশ নির্মাণে নতুন অগ্রগতি অর্জন করেছে, সক্রিয়ভাবে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধি জোরদার করেছে। আন্তর্জাতিক পরিস্থিতির পরিবর্তন হলেও, চীন সবসময় চীন-পাক সম্পর্কের ওপর গুরুত্বারোপ করে, দু’দেশের সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক উন্নত করবে।
সি চিন পিং আরো বলেন, গত ফেব্রুয়ারি মাসে প্রেসিডেন্ট জারদারি সুষ্ঠুভাবে চীন সফর করেছেন। দু’পক্ষ চীন-পাক সম্পর্ক উন্নয়নে নতুন মতৈক্য পৌঁছেছে। জনাব সি চীন-পাক সম্পর্কোন্নয়নে অনেক গুরুত্ব দিয়ে বলেন, প্রেসিডেন্ট জারদারির সঙ্গে নতুন যুগে আরো ঘনিষ্ঠ চীন-পাক অভিন্ন কল্যাণের সমাজ গঠনে আগ্রহী চীন।
পাকিস্তানের জাতীয় দিবস উপলক্ষ্যে চীনা পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন
এদিকে, পাকিস্তানের জাতীয় দিবস উপলক্ষ্যে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সে দেশের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ ইশাক দারকে অভিনন্দনবাণী পাঠিয়েছেন।
বাণীতে ওয়াং ই বলেন, সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান সরকার জনগণের নেতৃত্ব দিয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতি বাস্তবায়নের চেষ্টা করছে। বিশ্বের বড় পরিবর্তনের সামনে, চীন ও পাকিস্তান হাতে হাত রেখে কার্যকরভাবে দ্বিপক্ষীয় স্বার্থ রক্ষা করেছে।
চীন ও পাকিস্তানের লোহার মতো মৈত্রী আরো মজবুত হচ্ছে। তিনি পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী দারের সঙ্গে দু’দেশের শীর্ষনেতার গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন করতে, বিভিন্ন খাতের বাস্তব সহযোগিতা সম্প্রসারণ করতে, আন্তর্জাতিক বিষয়ে যোগাযোগ ও সমন্বয় জোরদার করতে এবং নতুন যুগে আরো ঘনিষ্ঠ চীন-পাক অভিন্ন কল্যাণের সমাজ গঠনে নতুন অবদান রাখতে চান।