
বিশ্বের বৃহত্তম পাওয়ার-মিথানল ডুয়াল ফুয়েল ইঞ্জিন চালু করলো চীন
বিশ্বের বৃহত্তম পাওয়ার-মিথানল ডুয়াল ফুয়েল ইঞ্জিন চালু করলো চীন। মঙ্গলবার চায়না স্টেট শিপবিল্ডিং কোঅপারেশন (সিএসএসসি) এ তথ্য জানিয়েছে।ইঞ্জিনটি সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে চায়না স্টেট শিপবিল্ডিং কোঅপারেশন। প্রায় ১ হাজার ৯৫৩ টন ওজনের এই ইঞ্জিনটির সর্বোচ্চ শক্তি ৬৪ হাজার ৫০০ কিলোওয়াট।
এই বিশাল ইঞ্জিনটিতে অত্যাধুনিক ডিজিটাল নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে। এর ফলে ইঞ্জিনটি তার প্রয়োজনীয় শক্তির ৯৫ শতাংশই মিথানল নামক জ্বালানি থেকে তৈরি করতে পারে। এই কারণে কার্বন ডাই অক্সাইডের মতো ক্ষতিকর গ্যাস নিঃসরণ ৭.৫ শতাংশ কম হবে।সিএসএসসি-এর মিথানল ইঞ্জিন প্রকল্পের ব্যবস্থাপক তোং চিংচিন বলেন, এই ইঞ্জিনটি যদি বছরে ৩০০ দিন চলে, তাহলে এর দ্বারা কার্বন নিঃসরণ এতটাই কম হবে যা ৭২ হাজারটি সাধারণ পেট্রোল গাড়িতে এক বছরে যে পরিমাণ কার্বন নিঃসরণ হয় তার সমান।বর্তমানে জলপথে পরিবহনের ক্ষেত্রে পরিবেশব...