পাইকগাছার আবাসিক হোটেলের বাথরুম থেকে মৃতদেহ উদ্ধার
পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছা উপজেলা সদরের একটি আবাসিক হোটেল থেকে শেখ বদরুজ্জামান ওরফে বদু (৬৫) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে হোটেল আল মদিনা থেকে এ মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত ওই ব্যক্তি সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরগাপুরের অব: শিক্ষক মোসলেহ উদ্দীনের ছেলে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ওই ব্যক্তি ১০ বছর ধরে হোটেলের ২৮ নং কক্ষ ভাড়া নিয়ে থাকতেন বলে হোটেল কর্তৃপক্ষ জানান।
হোটেলের ম্যানেজার জসিম খান জানান, তিনি হোটেল কক্ষ ভাড়া নিয়ে দীর্ঘ প্রায় ৮/৯ বছর যাবৎ থাকছিলেন। সর্বশেষ শনিবার রাত ১১ টায় তার সাথে কথা হয়েছিল । এরপর রবিবার সারাদিন তিনি রুম থেকে বের হননি। সোমবার সকাল সাড়ে ৯টায় তার কক্ষ থেকে কোন প্রকার সাড়া না পেয়ে তার ভাইপোকে ফোন দেই এবং বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়। শেখ বদরুজ্জামানের ভাইপ...