Wednesday, July 30
Shadow

পাইকগাছার আবাসিক হোটেলের বাথরুম থেকে মৃতদেহ উদ্ধার

পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছা উপজেলা সদরের একটি আবাসিক হোটেল থেকে শেখ বদরুজ্জামান ওরফে বদু (৬৫) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে হোটেল আল মদিনা থেকে এ মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত ওই ব্যক্তি সাতক্ষীরার আশাশুনি উপজেলার  দরগাপুরের অব: শিক্ষক মোসলেহ উদ্দীনের ছেলে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ওই ব্যক্তি ১০ বছর ধরে হোটেলের ২৮ নং কক্ষ ভাড়া নিয়ে থাকতেন বলে  হোটেল কর্তৃপক্ষ জানান।

হোটেলের ম্যানেজার জসিম খান জানান, তিনি হোটেল কক্ষ ভাড়া নিয়ে দীর্ঘ প্রায় ৮/৯ বছর যাবৎ থাকছিলেন। সর্বশেষ শনিবার রাত ১১ টায় তার সাথে কথা হয়েছিল । এরপর রবিবার সারাদিন তিনি রুম থেকে বের হননি। সোমবার সকাল সাড়ে ৯টায় তার কক্ষ থেকে কোন প্রকার সাড়া না পেয়ে তার ভাইপোকে ফোন দেই এবং  বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়। শেখ বদরুজ্জামানের ভাইপো সামি জানান, আমার চাচা হার্ট, ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। তার কোন স্ত্রী-সন্তান না থাকায় চিকিৎসা সুবিধার জন্য তিনি হোটেল আল-মদিনায় থাকতেন। সোমবার সকালে হোটেল ম্যানেজারের ফোন পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। এরপর পুলিশের সহযোগিতায় হোটেল রুমের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে বাথরুম থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

থানার ওসি (তদন্ত) ইদ্রিসুর রহমান জানান, হোটেল কর্তৃপক্ষের নিকট থেকে খবর পেয়ে পুলিশ হোটেল রুমের ভেতরের বাথরুম থেকে বদরুজ্জামান (৬৫) নামের ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে। পরে  সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের মৃতদেহ  মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে থানা পুলিশের এ কর্মকর্তা জানান। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *