চীন এ বছর আরও সক্রিয় ও কার্যকর রাজস্ব নীতি বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী লান ফো’আন। সোমবার চায়না ডেভেলপমেন্ট ফোরাম ২০২৫-এ তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, চীনের অর্থনীতি ও রাজস্ব খাত শক্তিশালী হয়েছে, যার ফলে দেশটির দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির সম্ভাবনা উজ্জ্বল। সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় পর্যাপ্ত আর্থিক সক্ষমতাও রয়েছে।
মন্ত্রী বলেন, এ বছর রাজস্ব নীতির মূল লক্ষ্য ভোক্তা ব্যয় বৃদ্ধি এবং বিনিয়োগের দক্ষতা বাড়ানো। এ লক্ষ্যে চীন ২০২৫ সালে ১.৩ ট্রিলিয়ন ইউয়ান বিশেষ ট্রেজারি বন্ড ইস্যু করবে, যা গত বছরের তুলনায় ৩০০ বিলিয়ন ইউয়ান বেশি।
জাতীয় ভোগ্যপণ্য বাণিজ্য কর্মসূচির জন্য চীনের সরকারি তহবিল গত বছরের ১৫০ বিলিয়ন ইউয়ান থেকে ২০২৫ সালে ৩০০ বিলিয়ন ইউয়ানে উন্নীত হবে বলেও জানান লান ফো’আন।
তিনি বলেন, এ বছর শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিতে বিনিয়োগ বাড়িয়ে উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি ব্যবসায়িক পরিবেশও উন্নত করতে সমান সুযোগ নিশ্চিত করবে চীন।
সূত্র: সিএমজি