
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশে জাতীয় সরকার গঠন এবং জাতীয় নির্বাচন কখন হবে, তা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। চীন বিশ্বাস করে, অন্তর্বর্তীকালীন সরকার একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে পারবে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ-ডিক্যাব আয়োজিত ডিক্যাব টকে এ সংক্রান্ত প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাষ্ট্রদূত।
চীনা বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনথাও নেতৃত্বাধীন ব্যবসায়ী প্রতিনিধিদলের সফরের কথা উল্লেখ করে বলেন, ‘এই সফরের মাধ্যমে বাংলাদেশে চীনা বিনিয়োগের নতুন দ্বার উন্মোচিত হয়েছে।’
ইয়াও ওয়েন বলেন, ‘আমাদের বন্ধুত্বের ভিত্তিতে পারস্পরিক শ্রদ্ধা ও সমতা অপরিবর্তিত রয়েছে। এটি আমাদের ভবিষ্যৎ অংশীদারত্বকে আরও দৃঢ় করবে।’
সূত্র: সিএমজি