
চীনের রাজধানী বেইজিং শহরে ভারী বৃষ্টিপাত ও ভূমিধসে শুধু মিইয়ুনের ২৮ জনসহ অন্তত ৩০ ব্যক্তি প্রাণ হারিয়েছেন। পাশাপাশি, চীনের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি এলাকা থেকে হাজারো মানুষকে নিরাপদ অবস্থানে সরিয়ে নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
পরিস্থিতি সামাল দিতে স্থানীয় সড়ক রক্ষণাবেক্ষণ ও নির্মাণ সংস্থা থেকে ৫০ জনের বেশি শ্রমিক ঘটনাস্থলে পাঠানো হয়। রোববার দিনভর নিরলস পরিশ্রম করে শ্রমিকরা গ্যাবিয়ন পদ্ধতি ব্যবহার করে ২০ থেকে ৩০ মিটার পর্যন্ত সড়ক মেরামত করেন।
দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের স্থানান্তর ও পুনর্বাসনের প্রচেষ্টায়, স্থানীয় রেড ক্রস সোসাইটিকে সহায়তা করার জন্য, বেইজিংয়ের দুর্যোগকবলিত এলাকায় জরুরিভাবে ২০০০ ইউনিট ত্রাণ প্যাকেজও বরাদ্দ করা হয়েছে।
সূত্র: সিএমজি