Wednesday, July 30
Shadow

সমঝোতা স্মারক সই হল অনলাইন এডিটরস অ্যালায়েন্স ও চায়না মিডিয়া গ্রুপের মধ্যে

অনলাইন এডিটরস অ্যালায়েন্স ও বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাব–এই দুই সংগঠনের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

এই সমঝোতা স্মারক সই হয় মঙ্গলবার, রাজধানী ঢাকায় অবস্থিত সিএমজি বাংলার ঢাকা অফিসে।

অনলাইন এডিটরস অ্যালায়েন্সের প্রেসিডেন্ট হাসান শরীফ ও বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাবের প্রতিনিধি অলিভিয়া ছু নিজ নিজ সংগঠনের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমজি বাংলা বিভাগের সাংবাদিকরা এবং অনলাইন এডিটরস অ্যালায়েন্সের নির্বাহী সদস্যরা।

অনুষ্ঠানে অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সব সদস্যকে স্বাগত জানান সিএমজি বাংলা বিভাগের পরিচালক ইউ কুয়াং ইউয়ে আনন্দী। তিনি বলেন,
‘বর্তমান প্রযুক্তির যুগে অনলাইন সাংবাদিকতার গুরুত্ব অনেক বেশি। এ সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে। আমরা একসঙ্গে প্রযুক্তি ও সাংবাদিকতার জ্ঞান ভাগাভাগি করে নিতে পারব।’

বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারের আশা জানালেন হাসান শরীফ। অনলাইন এডিটরস অ্যালায়েন্সের প্রেসিডেন্ট হাসান শরীফ অনুষ্ঠানে বলেন, ‘আজকের এই চুক্তির মাধ্যমে দুই পক্ষই উপকৃত হবে। বিশেষ করে চীনের পর্যটন, স্বাস্থ্য, শিক্ষাসহ নানা খাতে একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে। আমি এমন উদ্যোগকে স্বাগত জানাই।’

চীনকে ঘিরে কাজের অনেক সুযোগ—বললেন পলাশ মাহমুদ। অনুষ্ঠানে অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনা সভায় সংগঠনটির সাংগঠনিক সম্পাদক পলাশ মাহমুদ বলেন,
‘চীন সম্পর্কে জানার মতো অনেক কিছু আছে। শুধুমাত্র চীনকে ঘিরেই নানামুখী কাজ করা সম্ভব। চীনে রয়েছে অসংখ্য কনটেন্ট, যেগুলো নিয়ে আমরা একসঙ্গে কাজ করতে পারি।’

তিনি আশাবাদ জানিয়ে বলেন, ‘সামনের দিনগুলোতে আমরা একসঙ্গে প্রযুক্তির পথ ও উন্নয়নের পথে হাঁটতে চাই।’

অনুষ্ঠানে দুই সংগঠনের প্রতিনিধিরা সাংবাদিকদের জন্য কিভাবে তথ্যবিনিময়, প্রশিক্ষণ কার্যক্রম, সেরা রিপোর্টিং অ্যাওয়ার্ডসহ আরও নানা বিষয়ে সম্প্রীতি ও সহযোগিতা বাড়ানো যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় বক্তারা বলেন, এই সমঝোতা স্মারকের মাধ্যমে উভয় দেশের সাংবাদিকতা পেশায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং পারস্পরিক সহযোগিতা আরও প্রসারিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *