Saturday, July 26
Shadow

উচ্চমানের সেমিকন্ডাক্টর তৈরির নতুন পদ্ধতি উদ্ভাবন চীনের

‘সোনালি সেমিকন্ডাক্টর’ নামে পরিচিত ইনডিয়াম সেলেনাইডের বড় আকারে উৎপাদনের নতুন একটি পদ্ধতি আবিষ্কার করেছেন চীনা বিজ্ঞানীরা। নতুন প্রজন্মের চিপ তৈরির পথ উন্মুক্ত করবে এ সাফল্য।

গবেষণার বিস্তারিত সম্প্রতি সায়েন্স জার্নালে প্রকাশিত হয়েছে এবং এটি পরিচালনা করেছেন পিকিং ইউনিভার্সিটি ও রেনমিন ইউনিভার্সিটির গবেষকরা।

ইনডিয়াম সেলেনাইডের বিশুদ্ধ ও সঠিক অনুপাতে উৎপাদন এতদিন সম্ভব হয়নি। এখানে মূল বাধা ছিল উৎপাদনের সময় ইন্ডিয়াম ও সেলেনিয়ামের ১ অনুপাত ১ বজায় রাখা। এই বাধা অতিক্রম করতে গবেষকরা এক অভিনব পদ্ধতি গ্রহণ করেছেন। তারা ইনডিয়াম সেলেনাইডের অ্যামরফাস ফিল্ম ও কঠিন ইনডিয়াম সিল করা অবস্থায় উত্তপ্ত করেন। এতে ইনডিয়ামের বাষ্প একটি ইনডিয়াম-সমৃদ্ধ তরল স্তর তৈরি করে, যার মাধ্যমে উচ্চমানের স্ফটিক গঠন সম্ভব হয়।

গবেষক ছিউ ছেংকুগুয়াং জানান, এ পদ্ধতিতে তারা সফলভাবে ৫ সেন্টিমিটার ব্যাসের ইনডিয়াম সেলেনাইড ওয়েফার উৎপাদন করেছেন এবং এর ওপর ভিত্তি করে উচ্চমানের ট্রানজিস্টরের অ্যারে তৈরি করেছেন, যা সরাসরি চিপ হিসেবে ব্যবহারের উপযোগী।

গবেষক লিউ খাইহুই জানান, এই উদ্ভাবন ভবিষ্যতের কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বচালিত গাড়ি ও স্মার্ট ডিভাইস খাতে বিপুল সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। সায়েন্স জার্নালের পর্যালোচকরা একে ‘ক্রিস্টাল গ্রোথের বিশাল অগ্রগতি’ হিসেবে আখ্যায়িত করেছেন।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *