
পূর্ণ চন্দ্র মন্ডল, পাইকগাছা : সরকারের বৃক্ষ রোপন কর্মসুচির অংশ হিসেবে পাইকগাছা সিনিয়র সহকারী জজ আদালত প্রাঙ্গণে বৃক্ষ রোপন করা হয়েছে । রবিবার বিকেলে আদালত প্রাঙ্গণে সিনিয়র সহকারী জজ মো. কামরুজ্জামান এর নেতৃত্বে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ কালে পাইকগাছা প্রেস ক্লাবের সভাপতি অ্যাড. এফএমএ রাজ্জাক, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অনাদি কৃষ্ণ মন্ডল, অ্যাড. জিএম আমজাদ হোসেন সহ সিনিয়র সহকারী জজ আদালতের স্টাফ বৃন্দ উপস্থিত ছিলেন। আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপণ একটি চমৎকার উদ্যোগ। এটি আদালত এলাকার সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবেশ সুরক্ষায় সাহায্য করবে। আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপণ করার মাধ্যমে, আমরা একটি সবুজ এবং স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করতে পারি, যা বিচারপ্রার্থী এবং আদালত কর্মীদের জন্য একটি স্বস্তিদায়ক পরিবেশ সৃষ্টি করবে বলে জানান সিনিয়র সহকারী জজ মো. কামরুজ্জামান।