
ইসমাইল ইমন, চট্টগ্রাম : চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেড ও চট্টগ্রামের অন্যতম সুপরিচিত সেভরণ ক্লিনিকাল ল্যাবরেটরি লিঃ মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
২০ জুলাই (রবিবার) বিকেল ৪ টায় হাসপাতালটির সভাকক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় এই চুক্তি স্বাক্ষর কার্যক্রম সম্পন্ন হয়।
সেভরণ ক্লিনিকাল ল্যাবরেটরি লিঃ এর জেনারেল ম্যানেজার পুলক পারিয়েল এর সভাপতিত্বে কর্পোরেট অফিসার রাজেসের সঞ্চালনায় ,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের চেয়ারম্যান আব্দুর রশিদ দৌলতি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা: শাহাদাত হোসেন ও চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেডের ভাইস-চেয়ারম্যান , সাংবাদিক ইসমাইল ইমন, চট্টগ্রাম প্রবাসী ক্লাবের এডমিন হোসাইন আল মাসুদ।
উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাদের
আলোচনা শেষে দুই প্রতিষ্ঠানের পক্ষ থেকে সেভরণের জি এম পুলক পারিয়াল ও চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেডের ভাইস-চেয়ারম্যান ইসমাইল ইমন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এবং পরস্পরের মধ্যে স্মারক কপি বিনিময় করেন।
এই সমঝোতা স্মারকের মাধ্যমে প্রবাসী সদস্যরা বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা লাভ করবেন বলে আশা করা যাচ্ছে, যা প্রবাসী বীর রেমিট্যান্স যোদ্ধাদের দেশে অবস্থানরত পরিবারের জীবনযাত্রায় একটি ইতিবাচক প্রভাব ফেলবে।
এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রবাসী ক্লাবের দেশে অবস্থানকারী সদস্যদের মধ্যে , আব্দুল মান্নান,আবু ইউসুফ মামুন, নুরুল কবির,কমর উদ্দিন, জসিম কুসুমপুরী,আলী জিয়া,গাজী শহিদ,তারেক মাহমুদ, নাসির উদ্দিন,আবু কালাম চৌধুরী,খালেদ হোসেন রুবেল প্রমুখ।