
১৮ তম এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডসে এশিয়ান সিনেমায় এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন চীনা অভিনেত্রী থাং ওয়েই। রোববার রাতে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ে অনুষ্ঠিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ পুরস্কার পান তিনি। এ ছাড়া সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন হংকংয়ের অভিনেতা শন লাওকে। চীনের হংকং থেকে অ্যাকশন ফিল্ম ‘টোয়ালাইট অব দ্যা ওয়ারিয়রস: ওয়াল্ড ইন’ সেরা এডিটিং পুরস্কার জিতেছে। হংকংয়ের সুরকার ছু ওয়ান পিন পেয়েছেন সেরা অরিজিনাল স্কোরিংয়ের পুরস্কার। এ বছর এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডস ২৫টি দেশ বা অঞ্চলের ৩০টি চলচ্চিত্র ১৬টি পুরস্কারের জন্য প্রতিযোগিতা করেছে।