ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত আধুনিক ভারী আয়ন থেরাপির সূক্ষ্ম কার্যপ্রণালী এবার খুঁজে বের করেছেন চীনা বিজ্ঞানীরা। এতে এ রোগের চিকিৎসা পদ্ধতি আরও উন্নত হবে এবং নতুন রেডিওথেরাপি প্রযুক্তিও তৈরি সহজ হবে বলে আশা করা হচ্ছে।
গবেষণাটি করেছে চায়না একাডেমি অব সায়েন্সেস-এর ইনস্টিটিউট অব মডার্ন ফিজিক্স এবং তাদের আন্তর্জাতিক সহযোগীরা। গবেষণাটি সম্প্রতি ফিজিক্যাল রিভিউ এক্স-এ প্রকাশিত হয়েছে।
ভারী আয়ন থেরাপি হলো এক ধরনের রেডিওথেরাপি, যেখানে ভারী আয়নের রশ্মি দিয়ে ক্যান্সার কোষ ধ্বংস করা হয়।

গবেষক সিউ শেনইয়ু বলেন, ‘একই মাত্রার রেডিয়েশনে ভারী আয়ন এক্স-রে’র চেয়ে ২ থেকে ৩ গুণ বেশি কার্যকর।’
লানচৌ শহরে গবেষণা করে বিজ্ঞানীরা দেখতে পান, ভারী আয়নের রশ্মিতে কোষের মধ্যে শক্তি ও প্রোটনের দ্রুত স্থানান্তরের কারণে ডিএনএ-তে বড় ধরনের ক্ষতি হয়, যা ক্যান্সার কোষ ধ্বংসে বড় ভূমিকা রাখে।
এই আবিষ্কার ভবিষ্যতের রেডিওথেরাপি উন্নত করতে সহায়ক হবে বলে জানান মডার্ন ফিজিক্স সংস্থার আরেক গবেষক মা শিনওয়েন।
সূত্র: সিএমজি