Sunday, July 6
Shadow

ধানের শীষে ভোট দিয়ে ভোটারের অধিকার আদায় করাই হল আমাদের লক্ষ্য : ডা. প্রিয়াংকা

হারুনুর রশিদ, শেরপুর : শেরপুরে সদর আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা বলেছেন শেরপুরের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য ধানের শীষে ভোট দিয়ে ভোটারের অধিকার আদায় করাই হল আমাদের লক্ষ্য।বিগত ফ্যাসিস্ট সরকারের সময় শেরপুর সকল উন্নয়ন কর্মকান্ড থেকে বঞ্চিত ছিলো। কাঙ্খিত উন্নয়নের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ধানের শীষে শেরপুরে সর্বস্তরের মানুষ ধানের শীষের পক্ষে থেকে বিপুল ভোটের উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নিয়ে যাবে এমনটাই প্রত্যাশা করেন তিনি।আজ রবিবার দুপুরে শেরপুর শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশিদ পলাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্ধসঢ়;বায়ক এডভোকেট আলহাজ্ব সিরাজুল ইসলাম, আহ্ধসঢ়;বায়ক কমিটির সদস্যদের মধ্যে আলহাজ্ব সাইফুল ইসলাম স্বপন, জাফর আলী, হাসানুর রেজা জিয়া, এসএম শহিদুল ইসলাম, রমজান আলী, রেজাউল করিম রুমি, তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসার সভাপতি আলহাজ্ব সফিউল আলম চাঁন, জেলা কৃষক দলের আহ্ধসঢ়;বায়ক সফিকুল ইসলাম গোল্ডেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *