Monday, July 7
Shadow

চীন-ফ্রান্স হবে স্থিতিশীলতা ও ঐক্যের শক্তি: চীনা পররাষ্ট্রমন্ত্রী

চীন ও ফ্রান্সকে বিশ্বে স্থিতিশীলতা, উন্মুক্ততা, অন্তর্ভুক্তি ও ঐক্যের শক্তি হিসেবে কাজ করা উচিত। শুক্রবার ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল বারোরর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ কথা বলেন।

চীন-ফ্রান্স উচ্চ পর্যায়ের সাংস্কৃতিক বিনিময় সংলাপের সপ্তম অধিবেশনে যৌথভাবে সভাপতিত্ব করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। এতে দ্বিপক্ষীয় সম্পর্ক ও চীন-ইইউ সম্পর্ক নিয়ে গঠনমূলক আলোচনা হয় এবং দুই পক্ষ গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছায়।

ফ্রান্সের এক-চীন নীতির প্রতিশ্রুতিকে চীন প্রশংসা করে জানিয়ে ওয়াং ই বলেন, ইউক্রেন সংকট ও মধ্যপ্রাচ্যের সমস্যায় শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধানে ফ্রান্সের সঙ্গে যোগাযোগ জোরদার করতে চায় চীন।

কিছু ‘বড় শক্তি’ ট্যারিফকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তবে ওয়াং ই সতর্ক করে বলেন, ‘দেয়াল তুলে প্রতিযোগিতা বাড়ে না, বরং বিচ্ছিন্নতা তৈরি হয়।’ চীন এখন উচ্চমানের উন্নয়নের পর্যায়ে এবং আরও বেশি ফরাসি পণ্য আমদানিতে প্রস্তুত। একইসঙ্গে, চায় চীনা বিনিয়োগকারীদের জন্য ফ্রান্স যেন নিরপেক্ষ ও স্বচ্ছ পরিবেশ তৈরি করে।

২০২৩ সালের সাংস্কৃতিক ও পর্যটন বর্ষের সাফল্যের ভিত্তিতে, চীনে ১০ হাজারের বেশি ফরাসি শিক্ষার্থীর পড়াশোনার সুযোগ এবং পরবর্তী তিন বছরে ইউরোপীয় তরুণদের সঙ্গে দ্বিগুণ বিনিময় কর্মসূচি নেওয়ার পরিকল্পনার কথাও জানান ওয়াং।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *