
পাইকগাছা : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পাইকগাছা পৌরসভার উদ্যোগে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে জরুরি সভা পৌর বিএনপি’র আহ্বায়ক শেখ আসলাম পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তৃতা করেন পৌর বিএনপি’র ১নং যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা লাকি, যুগ্ন আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ ও যুগ্ম আহবায়ক সরদার মোহর আলী। সভায় জুলাই মাসের ২য় সপ্তাহে পাইকগাছা প্রেসক্লাবে পৌরসভার ১, ২ ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপি’র সম্মেলন করার সিদ্ধান্ত গৃহীত হয়। নির্বাচন কমিশনার হিসেবে সাবেক ছাত্রনেতা মোঃ মিজানুর রহমান মিজানকে আহ্বায়ক করে ৪ সদস্য কমিটি তৈরি করা হয়েছে। সদস্য হলেন, প্রণব কান্তি মন্ডল, প্রভাষক আবু সাঈদ, অ্যাড. একরামুল হক। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা বিএনপির আহ্বায়ক ও খুলনা -৬ (পাইকগাছা কয়রা’)র অসংসদীয় আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোঃ মনিরুজ্জামান মন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা বিএনপিঊর যুগ্ম আহবায়ক মোল্লা খায়রুল ইসলাস সহ জেলা ও পৌর বিএনপি’র নেতৃবৃন্দ।